চরণ ছুয়ে যাই-৩
আমার শিক্ষকদের মধ্যে যে মানুষটিকে আভিজাত্যের অনন্য উচ্চতায় দর্শন করি, তিনি স্বর্গীয় যোগেন্দ্র চন্দ্র রায়। তাঁর মতো করে ধুতি-পাঞ্জাবি-নাগড়া পড়া পুরুষ দেখিনি। তিনি আধাকাঁচা চুলে বেকব্রাশ করতেন, ধবধবে ফর্শা মানুষটিকে সত্যিই অসাধারণ মনে হতো। তাঁর চোখ রাঙানোকে অবজ্ঞা করার মত দুর্বিনীত ছাত্র কোন কালেই ছিল না। তাঁকে ধুতি-পাঞ্জাবি-নাগড়ায় অসাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ মনে হতো। একসময়